করোনাভাইরাসের ‘দুর্বলতার’ খোঁজ পাওয়া গেছে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন গবেষকরা। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের গবেষক দল দাবি করেছেন, তারা করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক দাবি করেছেন, ভাইরাসটির দুর্বলতা খুঁজে পেয়েছেন তারা।
corona virusকরোনাভাইরাসের দুর্বলতার খোঁজ পাওয়া গেছে
তারা বলছেন, ওই দুর্বল অংশ লক্ষ্য করে কোনো ওষুধ বা অন্য থেরাপির মাধ্যমে হামলা চালালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যাবেন। গ্রিক পুরাণের মিথ চরিত্র অ্যাকিলিসের নামানুসারে করোনার ওই দুর্বল অংশটির নাম দেয়া হয়েছে ‘অ্যাকিলিস হিল’।
সম্প্রতি এ নিয়ে মার্কিন গণমাধ্যম সান দিয়েগো ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, করোনাভাইরাসের দুর্বল অংশটির খোঁজ পেয়েছেন অলাভজনক চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক। যা চিকিৎসাক্ষেত্রের জন্য একটি বিরাট সুখবর হয়ে উঠতে পারে।
গবেষকদলের নেতৃত্বে ছিলেন জীববিজ্ঞানী ইয়ান উইলসন। তিনি বলেন, করোনার মতো অতি ক্ষুদ্র ভাইরাসের ওপর আক্রমণ করার জন্য নির্দিষ্ট একটি দুর্বল জায়গা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ কাজের জন্য বছরখানেক আগে সার্স সংক্রমণের শিকার এক ব্যক্তির কাছ থেকে অ্যান্টিবডি সংগ্রহ করা হয়।
সেখানে দেখা যায়, অ্যান্টিবডিটি সার্স ভাইরাসের একটি নির্দিষ্ট অংশের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। যা করোনাভাইরাসের ক্ষেত্রেও পুনরাবৃত্তি করতে সক্ষম। সেটি বের করতে গিয়েই করোনার দুর্বল জায়গাটির খোঁজ পেয়ে যান তারা। ওই জায়গাটি নষ্ট করতে পারলে ভাইরাসটি মরে যাবে।
তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ওই দুর্বল জায়গাটি সহজে খুঁজে পাওয়া যায় না। কারণ এটি ভাইরাসের ভেতরে লুকিয়ে থাকে এবং তার গঠন পরিবর্তন করার সময়েই কেবল সামনে আসে।
এদিকে করোনাভাইরাসের দুর্বল জায়গাটি নিয়ে আরো গবেষণা চালানোর কথা জানিয়েছেন গবেষকরা। এর জন্য অ্যান্টিবডি খোঁজ করতে শুরু করেছেন। পাশাপাশি কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের খোঁজ করছেন। সেখান থেকে সম্ভাব্য কার্যকর অ্যান্টিবডি কাজে লাগানো হবে।

Post a Comment

0 Comments