২৪ ঘণ্টায় ৮৮৯, ইতালিতে মৃত্যু ১০ হাজার ছাড়াল

মৃত্যুপুরী ইতালিতে করোনায় প্রাণহানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৮৮৯ জন মানুষ মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে। 
২৪ ঘণ্টায় ৮৮৯, ইতালিতে মৃত্যু ১০ হাজার ছাড়াল
In 24 hours, the death toll in Italy exceeded 10,000
ইতালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯২ হাজার ৪৭২ জন। গতকাল ছিল ৮৬ হাজার ৪৯৮। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৭৪। মোট চিকিৎসাধীন ৭০ হাজার ৬৫ জন।
গত একদিনে গোটা ইতালিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এরমধ্যে ৫৪২ জনই দেশটির উত্তরের অঞ্চল লোম্বার্ডির বাসিন্দা। ইতালিতে সবচেয়ে বেশি মানুষ এখানেই প্রাণ হারিয়েছেন। আজকের পাঁচ শতাধিকসহ অঞ্চলটিতে করোনাই আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৪৪ জন মারা গেছেন।
ইতালির ওই অঞ্চলের রাজধানী শহর হলো মিলান। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। লোম্বার্ডিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯ হাজার ৪১৫ বলে জানিয়েছে আলজাজিরা।
গতকাল শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা যান। ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর করোনায় একদিনে এত মানুষের মৃত্যু কোনো দেশ দেখেনি। গতকাল মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯ হাজার ১৩৪ জন।

Post a Comment

0 Comments